দিল্লির ইন্দুস ভ্যালি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা প্রামাণ্যচিত্রের পুরস্কার পেল বাংলাদেশের প্রামাণ্যচিত্র ‘কাসিদা অব ঢাকা’।
প্রামাণ্যচিত্রটি পরিচালনা করেছেন তরুণ পরিচালক অনার্য মুর্শিদ।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে পরিচালক জানান, ১ অগাস্ট থেকে ৯ অগাস্ট অনলাইনে আয়োজিত এ উৎসবে তার পরিচালিত প্রামাণ্যচিত্রটি পুরস্কার পেয়েছে। এতে দক্ষিণ এশিয়ার দেশগুলো থেকে নির্বাচিত চলচ্চিত্রগুলো প্রদর্শন করা হয়েছে।
অনার্য মুর্শিদ বলেন, “কাসিদার মতো আমাদের দেশে অসংখ্য লোকঐতিহ্য আছে যেগুলো হয়ত আমরা আর উদ্ধার করতে পারব না। কিন্তু সংরক্ষণ করে বিশ্ববাসীকে জানান দিতে পারি।
প্রমাণ্যচিত্রটি প্রযোজনা করেছে প্রযোজনা প্রতিষ্ঠান বাংলাঢোল।
কাসিদা অব ঢাকার ধারা বর্ণনা করেছেন জয়ন্ত চট্টোপাধ্যায়, চিত্রগ্রহণ করেছেন রাসেল আবেদীন তাজ, সম্পাদনা করেছেন অনয় সোহাগ, আবহ সংগীত করেছেন প্রিন্স শুভ।
এ উৎসবে উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে প্রদর্শিত হয়েছে ভারতের নির্মাতা বিশাল ভারদ্বাজের ‘পট্টাখা’ ও সমাপনী চলচ্চিত্র হিসাবে প্রদর্শিত হয়েছে নন্দিতা দাস পরিচালিত, নওয়াজউদ্দীন সিদ্দিকী অভিনীত চলচ্চিত্র ‘মান্টো’।
একটি মন্তব্য পোস্ট করুন