বৃহস্পতিবার রাত পৌনে ১০টায় চট্টগ্রাম নগরের পার্কভিউ হাসপাতালে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) গণিত বিভাগের অধ্যাপক শফিউল আলম তরফদার (৫৪) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
গণিত বিভাগের সহযোগী অধ্যাপক মুহাম্মদ ফোরকান বলেন, ৯ জুন শফিউল আলম তরফদার করোনা পজিটিভ হন। এরপর থেকে নগরের একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন। রাতে করোনার কাছে হার মেনে তিনি মারা যান।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম মনিরুল হাসান বলেন, আক্রান্ত হওয়ার পর থেকেই শফিউল আলম তরফদার হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন। অবস্থা সংকটাপন্ন হওয়ায় পর তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে নেওয়া হয়েছিল।
একটি মন্তব্য পোস্ট করুন